Archive - July 16, 2018

1
এবার মার চরিত্রে প্রিয়াঙ্কা!
2
চ্যালেঞ্জিং ক্যাটরিনা

এবার মার চরিত্রে প্রিয়াঙ্কা!

‘কোয়ান্টিকো’ টিভি সিরিজ, বেওয়াচ সিনেমার মধ্যদিয়ে আন্তর্জাতিকভাবে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া।

ভারতীয় গণমাধ্যমের খবর, সোনালি বোস পরিচালিত ছবিটির নাম, ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’। এতে আরও অভিনয় করবেন ফারহান আখতার ও জাইরা ওয়াসিম। সিনেমাটি প্রিয়াঙ্কা চোপড়া ও জাইরা ওয়াসিমের ওপর নির্ভর করে নির্মাণ হবে। এতে জাইরা ওয়াসিম প্রিয়াঙ্কার মেয়ের চরিত্রে অভিনয় করবেন।

আরও জানা গেছে, সোনালি বোস তার সিনেমাটির জন্য তিনি তার স্বাভাবিক পারিশ্রমিক দাবি করতে পারবেন না প্রিয়াঙ্কা খুব ভালো করেই তা বুঝতে পেরেছেন। কারণ এতে বাজেটের স্বল্পতার জন্য সিনেমাটির কাজ বন্ধ হয়ে যেতে পারে। তারই পরিপ্রেক্ষিতে সিনেমার লভ্যাংশ দাবি করেছেন প্রিয়াঙ্কা।

সাধারণত বলিউডের প্রথম সারির অনেক অভিনেতাই সিনেমার লভ্যাংশ নিয়ে কাজ করে থাকেন। তবে অভিনেত্রীদের ক্ষেত্রে তেমনটা সচরাচর দেখা যায় না। সবকিছু ঠিক থাকলে বলিউড সিনেমায় লভ্যাংশ নেয়া প্রথম অভিনেত্রী হবেন প্রিয়াঙ্কা।

 

চ্যালেঞ্জিং ক্যাটরিনা

২০০৩ সালে ‘বুম’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তারপর ২০০৫ সালে আবারও বলিউডের ‘সরকার’ সিনেমায় অভিনয় করেন ক্যাটরিনা। মুক্তির পর এ সিনেমাটি বক্স অফিসে সফলতার মুখ দেখে।  ‘রেস’, ‘ওয়েলকাম’, ‘এক থা টাইগার’, ‘ধুম-থ্রি’ সিনেমার মতো ব্যবসাসফল সিনেমা উপহার দেন তিনি। তবে একদিনে আজকের এই ক্যাটরিনা তৈরি হয়নি। ক্যারিয়ারের শুরুটা এতটা সহজ ছিল না তার জন্যে।

তিনি বলেন, ‘আমি মনে করি, অভিনয় ক্যারিয়ারে আপনি শতভাগ সফল ও সিকিউর নন। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রি দ্রুত পরিবর্তনশীল একটি জায়গা। এটি খুবই দ্রুত পরিবর্তন হচ্ছে। তবে আমি এখন আত্মবিশ্বাসী ও আমার অবস্থান নিয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছি।’ এগিয়ে যাওয়ার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে, নতুনদের সিনেমার কাজ চালিয়ে যেতে হবে যা খুবই চ্যালেঞ্জিং।’

Copyright © 2014. Created by whitepixel. Powered by Whitepixelbd.com