Breaking News

যৌথ প্রযোজনার নিয়ম ভাঙ্গার বিষয়টি খতিয়ে দেখতে তথ্যমন্ত্রীর আশ্বাস
 • যৌথ প্রযোজনার নামে ‘প্রতারণা’ বন্ধের দাবি জানিয়েছেন অভিনয়শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীরা।

  প্রথমে তারা এফডিসির সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, পরে এক মিছিল নিয়ে সেন্সর বোর্ড ঘেরাও করেন। সেখান থেকে একটি টিম তথ্য মন্ত্রণালয় অভিমুখে যাত্রা শুরু করেন তথ্যমন্ত্রীর সাথে বৈঠকের উদ্দেশ্যে।

  এরপর তথ্যমন্ত্রীর সঙ্গে নায়ক ফারুকের নেতৃত্বে একটি দল মন্ত্রণালয়ে মন্ত্রীর সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন।

  সেসময় মন্ত্রী যৌথ প্রযোজনার বিষয়ে গুরুত্ব দেয়ার প্রতিশ্রুতি দেন চলচ্চিত্র ঐক্যজোটের নেতাদের। তিনি যৌথ প্রযোজনার ক্ষেত্রে বর্তমানে কী কী নিয়ম মানা হচ্ছে না সে ব্যাপারে লিখিত একটি তালিকা চান। এর পাশাপাশি চলচ্চিত্রের আরও কোনো সমস্যা আছে কি না সে বিষয়েও জানতে চান।

  তথ্যমন্ত্রী আশ্বাস দেন যে, আসছে ঈদে মুক্তি পাওয়া দুটি ছবি ‘বস টু’ ও ‘নবাব’র বিরুদ্ধে যৌথ প্রযোজনার নিয়ম ভাঙার যে দাবি উঠেছে তা তথ্য মন্ত্রণালয় খতিয়ে দেখবে। তারপর সিদ্ধান্ত নেয়া হবে ছবিগুলোর বিষয়ে। এর আগে কোনোভাবেই এ ছবিগুলো মুক্তির অনুমতি পাবে না।

  বিকেলে পাঁচটার পর চলচ্চিত্র ঐক্যজোটের নেতাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে, যৌথ প্রযোজনায় চলমান অনিয়মগুলোর তালিকা তৈরি করে সোমবার ১৯ জুন তথ্য মন্ত্রণালয়ে জমা দেয়া হবে।