Breaking News

বিয়ের আগে আদরে সর্বনাশ
  • অনেকদিনের প্রেম, তাই ঘনিষ্ঠতাও বেশ গভীর। কিন্তু জানেন কী, বিয়ের আগে সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্ক বাড়লে ক্ষতি হতে পারে বৈবাহিক জীবনেরই। একটি গবেষণায় দেখা গেছে, যে সমস্ত মহিলাদের বিয়ের আগেই একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সংম্পর্ক ছিল, তাঁদের বিয়ে ভেঙেছে বেশি। গবেষকরা জানিয়েছে, ১৯৭০ সালের পর থেকেই বিশ্বজুড়ে অবিবাহিত মহিলাদের মধ্যে যৌন কর্মে লিপ্ত হওয়ার প্রবণতা বেড়েছে। দেখা গেছে, ১৯৫০ সালে যেখানে ৭০ শতাংশ মহিলা বিবাহের আগে ভার্জিন ছিলেন। সেখানে বর্তমানে দেখা যাচ্ছে, বিয়ের সময় পৃথিবীর মাত্র ৫ শতাংশ মহিলা ভার্জিন। এই প্রবণতার জন্যই মার খাচ্ছে বৈবাহিক জীবন। কারণ, একাধিক পুরুষের সঙ্গ করার ফলে বেশিরভাগ মহিলারাই বিবাহের পর নাকি স্বামীর যৌন ক্ষমতা বিচার করছেন এতদিনের সম্পর্ক ভুক্ত অন্য সঙ্গীদের নিরিখে। অনেক ক্ষেত্রেই সে বিচারে স্বামীকে কমা মনে হওয়ায় অসুখী হচ্ছে যৌন জীবন। আর তাতেই বিচ্ছেদের পরিমান বাড়ছে। কিন্তু গবেষকরা এই দাবিও করেছেন, একুশ শতকে দাঁড়িয়ে এখন বিবাহ পূর্ববর্তী যৌনতা আটকানোই সম্ভব নয়।