Breaking News

প্রেমিকের গানের মডেল সেলেনা  • গতবছরের ডিসেম্বর থেকে প্রেম করছেন সেলেনা গোমেজ। পপ তারকা দ্য উইকেন্ডের প্রেমে পড়েছেন তিনি। কয়েকমাস ধরেই তাদের সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে গণমাধ্যমে। শোনা যাচ্ছে, এবার দ্য উইকেন্ডের আগামী গানের মিউজিক ভিডিওর মডেল হচ্ছেন সেলেনা।

    অনেক সমালোচকের মতে, উইকেন্ডের উপর নজর রাখতেই মিউজিক ভিডিওর মডেল হচ্ছেন পপ তারকা। কিন্তু সেলেনার ঘনিষ্ঠ সূত্র এই প্রসঙ্গে গণমাধ্যমে জানিয়েছেন, পেশাদারত্বের খাতিরে গানের মডেল হচ্ছেন সেলেনা। প্রেমিকের সঙ্গে সময় কাটানো কিংবা সমর্থনের উদ্দেশ্যে নয়।

    প্রেম শুরু হবার পর থেকেই এই যুগলকে একসঙ্গে বহুবার দেখা গিয়েছে প্রকাশ্যে। কদিন আগে সঙ্গীত সফরে অ্যামস্টারডাম যান উইকেন্ড। তার পিছু পিছু রওনা দেন সেলেনাও। এবার দুজনকে একই ফ্রেমে দেখা যাবে সেই মিউজিক ভিডিওতে।